কবিতা- কৃতকর্মের ফল

কলমে – শ্রী স্বপন কুমার দাস

[ গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম ]

……………………..

জ্বলছে সবাই, জ্বলছি আমিও

গরমের এই দাপটে,

তবু পারছি না কেউ সূর্য কে

মারতে একটা সপাটে।

সূর্যের কাজ সূর্য করছে

প্রখর রৌদ্র দিচ্ছে তাই,

কিন্ত বলি কী?

গাছ গুলো যে কেটে ফেলেছি

সেটাই কী আর করা চাই।

তাই তো ছায়া নাই,

গাছের তলা মিঠেল হাওয়া

কতই না দেয় শান্তি।

সবই জানি আমরা,

তবু বুঝছি না কেউ,গাছ কেটে

নিজেদেরই দিই শাস্তি।

কৃতকর্মের ফল ভুগছি সবাই

সংশোধন করার দিকে নাই,

তবুও আমরা নির্লজ্জের মতো’ই

শীতল সবুজ স্নিগ্ধ ঘ্রাণ চাই।

প্রকৃতির দান অগাধ ধরণীতলে

জেনে বুঝেও করি তাকে

আমরাই ছারখার,

বিপদ সঙ্কুল পথে আমরা সকলে

নিজেদের কর্মদোষ ঢেকে,

প্রকৃতিরে করি দোষারোপ

তার সাথেই করি দুর্ব্যবহার।।

Loading