জীবনের ঝরাপাতা

কলমে – নীলিমা বিশ্বাস পাল

৩৮ রাজা রামমোহন রায় রোড, মাইতি পাড়া, কলকাতা – ৪১

 

সারাদিন মনের অলিগলিতে ঘুরে বেড়ায় অতীতের বেদনা বিধুর স্মৃতি।

জীবনের ঝরাপাতারা ঝরে চলেছে অবিরত।

পৃথিবীর মহারথে জীবনযুদ্ধে পরিভ্রমণ প্রতিনিয়ত।

ভালোবাসার লাভা স্রোতে জড়িয়ে অহরহ চাইছি অমরত্ব।

আকাশের সূর্য চন্দ্র ,পাহাড়ি ঝর্না ফুলের সুবাস সবই আছে,

নেই শুধু সান্ত্বনা দেবার মতো মনের মানুষ হৃদয় আঙিনায় ।

তাহলে পুরনো আদুরে প্রেমা শক্তি বিবর্ণ আছে মলিনতায়।

নষ্ট ভালোবাসা কষ্টের ঝুলি হাতে মনের দোরগোড়ায়।

চারিদিকে ফ্যাকাসে ধূসর, রক্তমাংসের অস্থির ক্ষীণতায় শরীরে,

গাছপালার কঙ্কালের মতো পাতাবিহীন শাখা।

ফাগুনের গান গেয়ে যায় উদাস মৃদু হাওয়া,

সে হাওয়ায় ধ্বনি তোলে ঝরে পড়ে জীবনের চুপকথারা।

জীবনের ঝরাপাতারা দুঃখ কষ্ট বিরহের যন্ত্রনায় কেঁদে অকাতরে ঘুমায়।

প্রতি পলে পলে অনুভব করেছি এদের অসাড়তা।

মনের অস্থিরতা অনুভব অনুভূতি গুলোকে হাতের মুঠোয় করেছি জব্দ।

ভালোবাসার উষ্ণতা মাখা অনুভূতিগুলো ফানুসের মতো দুহাতে উড়িয়েছি।

পাতাঝরার দিনের শেষে মনকেমনের স্মৃতিগুলো,

স্নিগ্ধ সমীরণের ছোঁয়ায় মনকে করে এলোমেলো।

ঝরাপাতা তুই উড়িয়ে নিয়ে যা মনকেমনের ব্যথা।

বৃষ্টিস্নাত একটা সকাল দূর করে দে আমার দুঃখ গ্লানি।

ঝরাপাতা তুই আমায় একলা ফেলে যাস নে,

তোর উষ্ণ পরশে জড়িয়ে রাখিস আমার ভাঙ্গা হৃদয়।

ঝরাপাতা তোরা লুটিয়ে থাকিস অসাড় হয়ে অলিন্দের কোণে।

আমি আলতো ছোঁয়ায় রাখবো ধরে মনের সঙ্গোপনে।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading