নিজস্ব প্রতিনিধি – পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। কিন্তু অক্টোবরের প্রথম থেকেই বৃষ্টি কমে যাবে। নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও সম্পর্ক নেই। সাধারণত ৮ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

 118 total views,  2 views today