বাসস্ট্যান্ডের দুপুর

 

কলমে ✍️: –ছবি বর্মন

Village+Post -Bhagabatipur, PS -Kumarganj, District -Dakshin Dinajpur

উড়িয়ে ধূলো গাড়ি গুলো

দৌড়ে পালায় বেশ,

সাপের মতো রাস্তা ধরে

ছোটে অচীন দেশ ।

ঘর বাড়ি সব ছুটছে

ছুটছে পুকুর নালা ,

জানালা দিয়ে যাচ্ছে দেখা

ছুটছে গাছ পালা ।

দুষ্টু খোকা সিটে বসে

মোবাইলে গেম খেলে ,

কন্ডাক্টর হাঁকছে জোরে

হিলি যাবে হেলে ।

দুইটি শালিখ ঝগড়া করে

খারাপ আমি নই ,

ফেরিওয়ালা বিক্রি করে

মেয়ে পটানো বই ।

দাঁতের মাজন ঝাল চকলেট

আমলকী দুই হাতে ,

ভুট্টার খই কুলের আচার

ছোলা বাদাম সাথে ।

………………………………………………………………………………………………………………

 

Loading