বৈধরা যখন অবৈধের ভীড়ে

✍️ কলমে – ডাঃ শ্যামল বেরা

ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া

কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর

 

তাঁদের জীবনে নেমে এলো অন্ধকার

দিয়েছিলো পরীক্ষা, করেছিল অধিকার,

বৈধতা নিয়েই চাকরিতে জয়েন

যদিও তারা অসত্যের ভীড়ে আজ কয়েন,

সৎ, ও মেধা আর বৈধরা নয় যে সামান্য

কর্তৃপক্ষকে দিতে হবে যথাযত    প্রামান্য,

 উচ্চ আদালত করুক

পুনঃমূল্যায়ন,

যোগ্যদের ফিরিয়ে যে দিতে হবে ন্যায় পরায়ণ,

কর্তৃপক্ষ সব জানে চোরেদের কীর্তি

এই বাংলা হোক তাঁদের থেকে সাপমুক্তি

আজও চাই সৎ পথে উন্নতি

চাইনা কোনো সরকার বা কর্তৃপক্ষর সহানুভূতি,

নিজ মেধায় করবো জয় শুধু

সরকার বা কর্তৃপক্ষ করেছো আড়াল যত অসাধু

চাই না এমন রাজনৈতিক চোরের দল

শিক্ষা আজ নর্দমার মল,

করেছো শেষ দুটো প্রজন্ম

আর শত শত কুকম্য

আজ তাই পথে কাঁদছে যে মেধা

আর যত উচ্চ আসনে কাদা,

মোদের বাংলা হোক যে রবীন্দ্র নজরুলে ভরা

আসো সবাই আমাদের কাজ হোক এই কঠিন সময়ে হাল ধরা…..

Loading