কবিতা- হে দিবাকর
কলমে – ✍️: অসীম মুখার্জী
হে দিবাকর ?
তুমি জীব জগতের প্রাণের স্পন্দন
তুমিই আবার সাজো জীবনের ক্রন্দন !!
আবার শৈত্যপ্রবাহে তুমি ই জীবের
তৃপ্তি !
তুমি ই গ্ৰীষ্মে গ্ৰীষ্মাসুর যেন অশুভ
সৃষ্টি!!
একদিকে তুমি কখনো বা জীবের
অব্যক্ত ক্রন্দন !
তুমিই আবার হাসাও দৃষ্টি নন্দন !!
তুমিই ধরণী বুকে দিয়ে যাও এঁকে
রণজয় রূপের ক্রোধানল থেকে
তব তান্ডব চিহ্ন !
করো উদ্ভিদ কূল উৎপাটন সমূল
নিয়ে ঝড় সাথে করো ছিন্ন ভিন্ন !!
তুমি পথিকের যন্ত্রণা হানো,
উত্তপ্ততা কেন পথকেই দানো ?
নগ্ন পদের পথিক ও ভবের
দাও তো পুড়িয়ে পদতল ক্যানো ??
তুমিই আবার গগন বিহারী পশ্চিমে
যাও ঢলে !
তুমি ই পর প্রভাতে পূর্বেতে ওঠো ,
তারে নবীন প্রভাত বলে ?
তুমি নাও পুষ্করিণী , নদী, নালা
হতে, যতো জলাশয়ে শুষে !
তুমিই রূদ্র ভয়ঙ্কর নটরাজ সম
তান্ডবে মাতো যেন ধ্বংসের রূপে !!