কবিতা-একবার সমুদ্র হবো

 

কলমে – রঞ্জন সরকার

আমি একবার সমুদ্র হতে  চাই

সমুদ্রের ফেনিল ঢেউ তরঙ্গের মতো সাজানো,

আমি সেই তরঙ্গের তালে তালে হারিয়ে যেতে চাই।

সমুদ্রের ঢেউয়ের সাথে বালিআরির আঁকি বুকি

ভাঙা গড়ার “বালি ছবি “অনবরত অবিরত।

সমুদ্রের ঢেউয়ের মাথায় ছোট্ট হৃদয় নৌকা সাজাবো

টলো মলো সেই নৌকা কখনো চড়ায় কখনো উতরায়।

যেতে পারি সমুদ্রঢেউ হয়ে ছোট্ট কোনো দ্বীপে,

সুনামি হয়ে কোনো নগরে, ধ্বংস করতে পারি সব সৃষ্টি,

হতে পারি কোনো টর্নেডো, কিংবা হ্যারিকেন,

দেখাতে পারি বীভৎস এক লীলা

একটা জল ভর্তি ছোট্ট ঘূর্ণি ঝড় হয়ে

মিষ্টি করে ঝরে পড়তে চাই সাহারার বুকে

সৃষ্টি করতে চাই এক সবুজের কিশলয়

ঘনিভূত হচ্ছি, বিশাল এই নীল চাদরে

একটা ঘূর্ণি পাকের মতো,,,,,,,

একটা কিশলয় পৃথিবী সৃষ্টির সুপ্ত বাসনায়।

ঠিক তাই,আমি একবার সমুদ্র হতে চাই।।

 

 

 

 

Loading