সনেট – সিনেমাটিক

✍️ – হিমেন্দু দাস

গ্রাম – জেঠিয়া, পোঃ রাজানগর, থানা – রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ

……………………..

সিনেমাটিক আলেয়া দু’চোখের খোলে

প্রদীপ্ত; প্রেম’ক্লান্ত গা — শিহরণ স্নানে

নির্বাপিত উষ্ণতায় ধরণীর কোলে

খোঁজে শেষ ঠিকানায় জীবনের মানে।

ধূমায়িত কুন্তলার মেদ কারুকার্য

ক্লেদাক্ত শ্যামল বীর্যে তবু চোখ তোলে।

বাঁশি ধরে ভাঙা গান — সৃষ্টি শিরোধার্য;

নীলকাশে এপ্রিকট যেন হিম ভোলে।

আদিমতা অন্তিমতা, ঋতু সমাগম

সমাহিত আশাবরী করুণ কোরাসে।

ঝড়ে তার সুর বহে, ভাঙাচোরা মন।

ঠিকানা বিহীন লয় ফিরে ফিরে আসে।

কালো কালো আরো আলো আরো দীপ্তময়—

আলেয়া ফিরিবে জানে, কাটে ক্ষয় ভয়।

Loading