সুখ
✍ – কলমে- অজিত কুমার দে
সংসার মম সুখের নীড়,
মায়ার বাঁধনে দুষ্ট।
খাঁচা খুলে দিলেও
পাখি আর উড়তে পারবে না।
বয়সের ভারে তার ডানা হয়েছে ভারী।
কোথায় গিয়ে থাকিবে,
কে দেবে তোমায় দুঃখে সান্তনা।
সকলেই যে নিজেকে নিয়ে ব্যস্ত
তারাও তো উড়িতে চাই।
এই জ্বরা ব্যাধির সংসারে,
সুখে কেউ নাই।
আমি এক সুখের ফেরিওয়ালা,
কাঙাল করেছে মোরে ভগবান।
পথে পথে ঘুরে মরি
সুখের ঠিকানা করি ফেরি,
সুখ কিনিবার খদ্দের নাই।
সকলেই ছুটে চলে দ্বারে দ্বারে
সুখ কিনিবার তরে ।
এই দুঃখের সংসারে
সুখের পসার সাজিয়ে
মন্দিরে কেউ বসে নাই।
সুখ আছে নিজের কাছে,
আরও চাই আরও চাই সুখ,
করে নিজের দুঃখ না বাড়িয়ে।
দুঃখের মাঝেই খুজে নিতে হবে
সুখের ঠিকানা।
ইচ্ছা গুলি তার থাকিবে মননে,
মরমে মরিতে হবে এই সুন্দর ভুবনে।
……………………………………………………………………………………………………