স্বর্গ সুখ
✍ – কলমে- আনন্দময়ী চট্টোপাধ্যায়
গ্রাম + পোঃ বন রাধানগর, থানা-বিষ্ণুপুর, জেলা – বাঁকুড়া
সাতটি জনম ধরে আমি-
খুঁজে ফিরছি তাই,
আমার প্রাণের বন্ধুটারে-
যদি আমি পাই।
যার মনের সাথে থাকবে আমার-
শুধুই মনের মিল,
যে কখনো কোনদিন ও আমায়-
ভুল বুঝবে না একতিল।
যে বুঝবে আমার ভালোবাসা-
আপন করা ডাকে,
আপনার করে নিতে চাই-
শুধুই হৃদয়টাকে।
যার বুকের মাঝে মুখ লুকালে-
পিতার স্নেহ মিলে,
যার হাতে ছোঁয়ায় মাথার পরে-
জ্যৈষ্ঠ ভ্রাতা র আশীষ দোলে।
যার বকুনিতে চোখের জলে-
মা-কে মনে পড়ে,
যার আড়ি ভাবের খেলায়-
ছোট্ট বেলার ছায়া পড়ে।
যে শিক্ষাগুরুর মতোই আমার প্রতি-
কপট রাগের ছলে-
কান টি হাতে ধরে বলবে-
বোকা এত ভুল করলে চলে।
যে ভালোবেসে কাছে ডাকলে-
আপন সহোদরার গন্ধ পাই-
সেই বন্ধুর জন্য সাতটি জনম-
অপেক্ষা করতেও ক্ষতি নাই।
যে ভালবাসার মাঝে নেই-
ছলনা কপটতার খেলা,
বিকৃত কামনা বাসনা ছোঁয়ায়-
যা হবে না আবর্জনার ভেলা,
যে ভালবাসায় থাকবে-
অনাবিল স্বর্গীয় প্রেমের সুখ,
সেই ভালোবাসায় নিয়ে এসো বন্ধু-
ভরিয়ো মোর বুক।
যার স্নেহ ভালোবাসা প্রেমের ছোঁয়ায়-
জীবন যাবে ভরে,
আর কারোরই ভালোবাসা-
লাগবে না তারপরে।।
……………………………………………………………………………………………………