ফাগুনের গন্ধ

লেখিকা – তৃপ্তি সুধা মণ্ডল

শ্রী রমেশ মিত্র রোড, গ্রাম-কাদিহাটি, পোঃ গান্টি, উত্তর ২৪ পরগনা, কলকাতা-১৩২

 

কত পথ পার হয়েছি তোমাকে ভেবে

জানি এক দিন তুমি আমার হবে,।

 হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি

বিরোধী পক্ষ-

সমানে আঘাত করেছে হৃদয়ে,।

রক্ত ক্ষরণ হয়েছে-

তবুও মরি  নি

জানি না কেন-

হয়ত এক দিন দেখবো

বিজয় কেতন উড়ছে বুকের শক্ত মাটির পড়ে,।

হাল ছাড়িনি কখনো,,

ওই যে মহাপুরুষরা বলে গেছেন,

জীবে প্রেম করে যেই জন

সেই  জন সেবিছে ঈশ্বর

তবে ওই মূর্খ রা মারে কেন,

 মানুষকে,

শিক্ষা নেই  তাই বলে।

এরাই আবার গণ্য মান্য ব্যক্তি,,

 এই সমাজে ,

কত পথ হেঁটেছি

বলতে পারি না ,

তবে সব রাত যে বিভীষিকাময় রাত ছিল

এ কথা হলপ করে বলতে পারি,।

পলাশের রক্তিম রঙকে  কখনো ছুঁয়ে দেখি নি,

শুধু বসন্ত এলে অশ্রু সিক্ত নয়নে চেয়ে দেখেছি,

শুনেছি কত কোকিলের কুহুধবানি

বুকের ভিতর এক না পাওয়ার বেদনা

কেবল মোচড় দিয়ে উঠেছে,

ভেবেছি আর কত পথ বাকি আছে,

তোমার কাছে যেতে।।

জীবন যে শেষ হয়ে যাচ্ছে,

গোধূলির রক্তিম আলো বড় ম্লান লাগে

আজ কাল,

চোখের জ্যোতি কমে আসছে

চোখের আর কি দোষ বল,

ওরা যে চোখের স্বপ্ন কেড়ে নিয়েছে।

বিপ্লবীদের তিহাড় জেলে

কখনো আবার সেলুলার  জেলে বন্দী করে

রাখা হত,

অদ্ভুত ব্যাপার তবুও তাদের হৃদয় থেকে

বিপ্লবী মন ভাব  কেড়ে নিতে পারে নি,

যে যে প্রকৃতির সেখান থেকে তাকে

পরিবর্তন করা বড়ই কঠিন।

সময় এগিয়ে চলে

তাই হাজার কষ্টের মধ্যেও

আমি তো সেই আমি ,

জানি আছে দুঃখ

আছে কষ্ট

তবুও ফাগুনের গন্ধ আমার সমস্ত চেতনায়।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading