মুখোশ পরা মানুষ

 

অরুন্ধতী মাহাত

Balurghat, Dakshin Dinajpur, West Bengal

মুখোশ পরা মানুষে আজ সমাজ গেছে  ভরে,

মুখে মধুর বচন নিয়ে সবাই এখন ঘোরে।

স্বার্থ ছাড়া কেউ কখনো হয় না কারো আপন,

যতই তুমি তার সাথেতে করো না দিন যাপন।

মনের হদিস পাওয়ার আশায় লাগবে তোমার পিছন,

উপর থেকে দেখাবে সে ভালোবাসে ভীষণ।

মনের ভেতর চলতে থাকে অন্য রকম খেলা,

আপন করে চাইবে পেতে সকাল সন্ধ্যা বেলা।

শরীর তোমার পেয়ে গেলেই লাগবে না আর ভালো,

যতই তোমার কাছেতে সে হোক না আশার আলো।

তোমার কষ্ট তোমার থাকবে পারবে না কেউ নিতে,

বাড়বে তোমার বিপদ আরো চাও যদি তা দিতে।

বিপদ এলেই আসল মানুষ পারবে তুমি চিনতে ,

অগাধ অর্থের বিনিময়েও পারবে না তা কিনতে।

‘কেমন আছো’ আর কখনো চাইবে না সে জানতে,

এসব কিছুই তখন তুমি পারবে না আর মানতে।

তিলেতিলে তোমার মনে বাড়বে যখন ক্ষত,

তার কাছেতে তুমি তখন হয়ে যাবে গত।

তাইতো বলি খোলা রেখো চোখ-কান সকল অঙ্গ,

একলা থাকা শিখে নিয়ে ছাড়তে শেখো সঙ্গ।

মুখোশ পরা মানুষ তাইতো চেনা বড়ই শক্ত,

নিঃশ্বাসে সে চুষে নেবে মানসিক সব সত্ত্ব।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading