শান্তি রায়চৌধুরী: ফের লাইনচ্যুত হল আরও একটি ট্রেন। মঙ্গলবার সকালে লাইনচ্যুত হয় ভাস্কো-দা-গামা হাওড়া-অমরাবতী এক্সপ্রেস। জানা গিয়েছে, দুধসাগর এবং গোয়ার কারাজোলের মাঝামাঝি এলাকায় ট্রেনের দু’টি চাকা রেললাইনের ওপর থেকে সরে যায়। যদিও এই ঘটনায় হতাহাতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। ট্রেনের কর্মী এবং যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে খবর।
গত বৃহস্পতিবার ময়নাগুড়ি-দোমহনি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় আপ গুয়াহাটি-বিকানির এক্সপ্রেস। ১২টি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়। আহত হন বহু যাত্রী। দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় রেল।