শান্তি রায়চৌধুরী : শুক্রবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের সিরিজ বাঁচানোর যুদ্ধ। ওভালে জিতে ভারত সিরিজে ২-১এ এগিয়ে। সুতরাং সিরিজ বাঁচাতে এই জিততেই  হবে ইংল্যান্ডকে। এমন অবস্থায় মরিয়া হয়ে ইংল্যান্ড ডেকে নিল জস বাটলারকে। সেই সঙ্গে স্পিনিং বিভাগকে শক্তিশালী করতে ডেকে নিল  জ্যাক লিচকে। স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল স্যাম বিলিংসকে। মঙ্গলবার ইসিবি এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হতে চলা ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের জন্য ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড ১৬ জনের স্কোয়াড ঘোষণাকে করেছেন। দেখা যাচ্ছে, ওভাল টেস্টের সময় ল্যাঙ্কশায়ারের উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার কন্যা সন্তানের পিতা হয়েছেন। স্ত্রীর পাশে থাকতেই ওভাল টেস্টে খেলেনি তিনি। ম্যাঞ্চেস্টারে স্কোয়াডে ফিরলেন তিনি। ফাইনাল টেস্টের জন্য সমারসেটের স্পিনার জ্যাক লিচকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে, ২০০৭ সালের পর ইংল্যান্ড নিজেদের মাটিতে এখনও টেস্ট সিরিজ হারেনি। সেই জন্য ঘরের মাঠে সিরিজ হেরে লজ্জায় না পড়তে হয় এদিকটা নিয়ে ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে। তাই শেষ টেস্টে আবার ইংল্যান্ড ফেরাতে চাইছে মার্ক উডকে। তিনি ঢুকতে পারেন দলের সেরা বোলার জেমস আন্ডারসনের জায়গায়। শেষ পর্যন্ত ইংল্যান্ড কোচ দলের সেরা অস্ত্রকে দল থেকে বাদ দেবেন কিনা সে নিয়ে থাকছে বড় প্রশ্ন। তিনি জানিয়ে দিয়েছেন, “দলে অনেকেই ক্লান্ত। তা অস্বীকার করব না। তাই মার্ক উড আমাদের ভাবনার মধ্যে রয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডের পিচ যদি শক্ত হয় সেক্ষেত্রে রিভার্স সুইং সহায়ক হতে পারে। তাহলে মার্ক উড দলে থাকতেই পারে।”তবে দলের নির্ভরযোগ্য বোলার জেমস আন্ডারসনের বিষয়ে ইংল্যান্ড কোচ বলছেন,  “জেমস ওঁর নিজের শরীর সবথেকে ভাল বুঝবে। ও ফাইনাল টেস্ট খেলবে কিনা সেটা ও ওপর ছেড়ে দিচ্ছি আমরা।’

Loading