নিজস্ব প্রতিনিধি – করোনাকালে বহু শিশুই চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হচ্ছে। যা খুবই দুঃখজনক। গত ২ বছরে চোখের সমস্যায় ভোগা শিশুর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ শতাংশ। সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এক চক্ষু হাসপাতালের পরিসংখ্যানে বলা হয়েছে গত ২ বছরে বিপুল পরিমাণে বেড়েছে শিশুদের চোখের সমস্যা। কারন বহু বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে হাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে। সেই মোবাইল চোখের সমস্যার সবচেয়ে বড় কারণ। এমনই বলছেন চিকিৎসকরা। দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শিশুর চোখে কোন সমস্যা থাকুক বা না থাকুক তার চোখ পরীক্ষা করিয়ে নেয়াই ভালো কারণ অনেক সময় উপসর্গ বোঝা যায় না।

Loading