নিজস্ব প্রতিনিধি – কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, ভবানীপুর থেকে দেশ দেখবেন। এবার আরও এক ধাপ এগিয়ে বললেন, ভবানীপুরে যে খেলা হবে, তা শেষ হবে ভারত জয়ে। রবিবার ভবানীপুরের উপ-নির্বাচনে নিজের প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একটা খেলা (বিধানসভা) হয়ে গেছে। বাংলার খেলা হয়ে গেছে। এই খেলাটা শেষ হবে ভারতে। এদিন প্রচারসভাগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। তার দাবি- কেরালা, আসামে আমরা (তৃণমূল) পা রেখেছি। এমন কোনো রাজ্য নেই, যেখান থেকে মানুষ আমাদের কাছে আসেননি। তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। লাখ লাখ চিঠি পেয়েছি। তাদের বক্তব্য- ‘দেশ কা নেতা ক্যায়সা হো, মমতাদি জ্যায়সা হো। ভবানীপুরের এই নির্বাচনকে তৃণমূল যে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে দেখছে, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন মমতা, অভিষেক দুজনই।