নিজস্ব প্রতিনিধি – কংগ্রেস ছাড়লেন ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা লুইজিনহো ফালেইরো। সোমবার দলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন কংগ্রেসের প্রবীণ এই নেতা।  তিনি গোয়া বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিকার রাজেশ পাটনেকার জানান, লুইজিনহো ফালেইরোর পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

লুইজিনহো ফালেইরোর দল বদলের জল্পনা কয়েকদিন ধরেই শুরু হয়েছিল। সোমবার প্রকাশ্যে এই কংগ্রেস নেতা বলেন, ‘মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। মমতা ফর্মুলা জয় পেয়েছে পশ্চিমবঙ্গে। ’

যদিও আগে দল বদলের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, কংগ্রেস পরিবারের সদস্যই তিনি থাকছেন। গোয়ার রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেস পরিবার বলতে তিনি তৃণমূলকে বুঝিয়েছেন।

Loading