নিজস্ব প্রতিনিধি – শিক্ষারত্ন” পুরষ্কারে ভূষিত হলেন মহেশতলার গণিপুর শীতলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক ডাঃ সুজীব কর। সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়, তারা প্রত্যেকেই জানেন, প্রতিনিয়ত কখনও ভূমিকম্প, কখনও বৃষ্টিপাত, কখনও আবার আবহাওয়ার চরিত্রগত পরিবর্তনের মতো একাধিক বিষয় নিয়ে রীতিমতো তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকেন৷ তাছাড়া, সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ঘটনা কলকাতা শহরের বউ বাজারে মেট্রো বানাতে গিয়ে যে ধস নেমেছিল তা নিয়ে মেট্রো প্রতিপক্ষ তার পরামর্শ নিয়েছিল। তার পরামর্শ নিয়ে মেট্রো কর্তৃপক্ষ সফল হয়েছিল। তার পরামর্শ ও ভবিষ্যৎ বাণী প্রতি ক্ষেত্রেই মিলে যায়৷ সেই ডাঃ সুজীব কর’কে শিক্ষারত্ন পুরষ্কার দিয়ে সম্মান জানিয়েছে রাজ্য সরকার।