নিজস্ব প্রতিনিধি – উন্নয়নের অস্ত্রে প্রবল পরাক্রমশালী শত্রুকে পরাজিত করে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি। এবার মমতার আদলে কলকাতার একটি মন্ডপে দুর্গা তৈরি করা হচ্ছে। তাতে পূজা দেবেন এলাকাবাসী। কলকাতা বাগুইআটির একটি বারোয়ারি পূজা মণ্ডপ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। নজরুল পার্ক উন্নয়ন সমিতি গত ১০ বছরে মমতার একাধিক উন্নয়ন প্রকল্প দিয়ে তাদের পূজা মণ্ডপ সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মণ্ডপটি তৈরি হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে। মণ্ডপের মূল প্রবেশপথটি হচ্ছে চোখের আলো প্রকল্পের প্রতীকে। আর সবচেয়ে আকর্ষণীয় দেবী দুর্গার মূর্তি তৈরি হবে মমতা ব্যানার্জির আদলে। মূর্তি গড়ার ক্ষেত্রে মমতার সংগ্রামী জীবনের কথা মাথায় রাখা হচ্ছে। মমতার উচ্চতা ও দেহের মতো করে মূর্তি তৈরি হবে। মমতার মতো দেবী দুর্গাও নীল সাদা-শাড়িতে সজ্জিত হবেন। পায়ে থাকবে হাওয়াই চপ্পল।–

Loading