নিজস্ব প্রতিনিধি – করোনার জন্য  অনলাইনে পড়াশোনার  ধীরে ধীরে বাড়ছে।আর এই অনলাইন গেমের প্রতি বাড়ছে আসক্তি। বদলে যাচ্ছে বাচ্চাদের আচার-আচরণ। এমন পরিস্থিতিতে অনলাইন গেমগুলি বন্ধ বা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করলেন পেশায় আইনজীবী একদল অভিভাবক। আইনজীবী সঞ্জীব মিত্র জানাচ্ছেন, ‘আমার ছেলে আগে এমন ছিল না। এক বছর ধরে এরকম করছে। মায়ের সঙ্গে কথায় কথায় তর্কাতর্কি হচ্ছে। মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে।’ অভিভাবক সুদেষ্ণা মজুমদারের কথায়, ‘ছেলে কথা শুনছে না। সারাদিন ল্যাপটপ মোবাইলে আসক্ত। ‘ মনোবিদ নীলাঞ্জন চন্দ জানাচ্ছেন, ‘অনেক অভিভাবকই আসেন এই সমস্যা নিয়ে। তখন আমাদের মেডিকেশন করতে হয় এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য।’

পড়াশোনার জন্য অনলাইন গেম বন্ধ করার আবেদন জানানো হয়েছে কেন্দ্রের কাছে। একই সঙ্গে পুনরায় স্কুল খোলার দাবি জোরালো হচ্ছে।

Loading