নিজস্ব প্রতিনিধি – আগামী সোমবার জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পুণ্য জন্মতিথি। সেদিন প্রচুর ভক্ত সমাগম হবার সম্ভাবনা বেলুড়মঠে। সেকথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বেলুড়মঠ কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ এড়াতে ওইদিন মঠের ভেতরে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। মঠ সূত্রে জানা গিয়েছে, যদিও শ্রীকৃষ্ণের জন্মতিথির অনুষ্ঠান ও সমস্ত রীতিনীতি অনুযায়ী পালন করা হবে বেলুড় মঠে। পুজোর অনুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে। পরের দিন থেকে আবার খুলে দেওয়া হবে বেলুড় মঠ। জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখা যাবে বেলুরমঠের ইউটিউব চ্যানেলে।

Loading