নিজস্ব প্রতিনিধি – ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিচ এক বিবৃতিতে জানান, ভারতের কলকাতায় রোগীদের ভুয়া কোভিশিল্ড ভ্যাকসিনের খোঁজ পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে নতুন এক উদ্বেগের সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান চাহিদার সুযোগ নিয়ে বাজারে ভুয়া ভ্যাকসিন ছাড়ছে প্রতারকরা, বিক্রি করা হচ্ছে গ্রাহক পর্যায়ে। , ভুয়া ভ্যাকসিনের বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লির মতো শহরগুলোতে সম্প্রতি ভুয়া ভ্যাকসিন প্রদানের দায়ে প্রতারকদের গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। হু এর এক বিবৃতিতে জানানো হয়, ভারতের পাশাপাশি আফ্রিকায়ও ভুয়া কোভিশিল্ডের ব্যবহার দেখা গেছে। এ ধরনের ভুয়া ভ্যাকসিন বাজারে ছড়িয়ে পড়া বৈশ্বিক স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Loading