নিজস্ব প্রতিনিধি – আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজ্য জুড়ে। শুক্রবারের পর ধীরে ধীরে কেটে যাবে মেঘ। অন্যদিকে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পাড়ে সাইক্লোন টাউকটে। সতর্কতা জারি করা হয়েছে গুজরাত ও মহারাষ্ট্রে। এই সাইক্লোনের প্রভাব পড়বে বংলাতেও। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে বাংলায়। সাইক্লোনের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজ্যের বেশকিছু জেলায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজ্যে।