নিজস্ব প্রতিনিধি- রাজ্যে পঞ্চম দফা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে দায়ের হওয়া অপর একটি মামলায় শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, আগামী সোমবার কমিশনের যে রিপোর্ট জমা দেওয়ার কথা, সেখানে পঞ্চম দফার ভোট কিভাবে হল তার রিপোর্ট থাকতে হবে। পাশাপাশি, আদালত জানিয়েছে, এদিন সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক নেতাদের বার্তা দিতে, শুধুমাত্র পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ সম্ভব নয়। নেতা ও মানুষকেও সচেতন হতে হবে।
সূএ:উওরবঙ্গ সংবাদ