নিজস্ব প্রতিনিধি- পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এ উপলক্ষে একদিকে আছে উৎসব আমেজ। অন্যদিকে আছে মিছিল-মিটিং-স্লোগান নিয়ে উত্তেজনা ও মারামারি-চেঁচামেচি। তৃণমূল কংগ্রেসের হাত থেকে ক্ষমতা নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিজেপি।

মমতা ব্যানার্জির দলটিও উঠে পড়ে লেগেছে ক্ষমতা ধরে রাখতে। সেই লড়াই বিভিন্ন এলাকার প্রার্থীদের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন তৃণমূলের সাংসত নায়িকা নুসরাত জাহান। শুক্রবার (২ এপ্রিল) ভোট প্রচারে গিয়েছিলেন তিনি। প্রচারণার এক পর্যায়ে রাস্তার পাশে বাজার করতে শুরু করেন তিনি। সেখান থেকে নানা রকম সবজি কিনে নেন নুসরাত। তার কেনাকাটা করার ছবি ভাইরাল হয়েছে। জি নিউজ জানাচ্ছে, শুক্রবার বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন নুসরাত। প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে হুড খোলা গাড়়িতে করে চলছিলো ভোটের প্রচার। সেই প্রচারের ফাঁকেই নিরাপত্তা বলয় ভেঙে সাধারণ গৃহিণীর মতো আলু, পটল, শাক-সবজির দরদাম করেন। এরপর পছন্দের সবজি কিনে বাড়িতে নিয়ে যান নুসরাত। নুসরাত জাহানের এমন কাণ্ড নজর কেড়েছে সাধারণ ভক্তদের। অনেকেই তার প্রশংসা করছেন। এতো বড় নায়িকা ও সাংসদ হওয়া সত্ত্বেও তিনি রাস্তা থেকে সবজি কিনেছেন, এটা দেখে অনেকেই বলছেন ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’।

Loading