নিজস্ব প্রতিনিধি – গত বছরের মতো এবারও একই অবস্থা।করোনার রক্তচক্ষুর মধ্যেই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। তবে মহামারী পরিস্থিতির মধ্যে কিভাবে দুর্গাপুরের অনুষ্ঠান করা যায় তার ই নির্দেশিকা দিয়েছে ফোরাম ফর দুর্গোত্সব।
**এ ব্যাপারে ফোরাম অব দুর্গোৎসবের তরফেও কমিটি গুলোকে ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত মানুষদের টিকাকরণের ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে।
**যথাসম্ভব খোলামেলা প্যান্ডেল করতে হবে, যাতে দূর থেকে সকলেই প্রতিমা দর্শন করতে পারেন।
**প্যান্ডেলের প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে রাখতে হবে। তবে তা দীর্ঘ করতে হবে। আর সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তা দেখতে হবে। দর্শনার্থীরা যাতে মাক্স ব্যবহার করেন সেই সঙ্গে স্যানিটাইজার এর ব্যবস্থাও করতে হবে।
**ঠাকুরের ভোগে কাটা ফল দেওয়া যাবেনা।
**পুষ্পাঞ্জলি ও সন্ধ্যা আরতির সময় যাতে সমাজিক দূরত্ব বজায় থাকে তা দেখতে হবে।
**স্বেচ্ছাসেবকের মাধ্যমে যাতে ভীড় নিয়ন্ত্রণে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
**বিসর্জনের শোভাযাত্রায় কম লোক নিয়ে যেতে হবে।