নিজস্ব প্রতিনিধি – শিলিগুড়ি সহ চার পুরনিগমে ভোট ২২ জানুয়ারি। সোমবার এ কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে হাওড়ায় এখনই হচ্ছে না পুরভোট। তবে বাকি চার পুরনিগমে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরমধ্যে রয়েছে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল এবং চন্দননগর। আগামী ২৫ জানুয়ারি চার পুরসভায় ভোটগণনা।
১
112 total views, 2 views today