নিজস্ব প্রতিনিধি- সব রকম ঝুট-ঝামেলা থেকে গাড়ির মালিককে মুক্তি দিতেই নয়া রেজিস্ট্রেশন  চিহ্ন আনল কেন্দ্র। শনিবার সড়ক ও পরিবহণ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে দেশের যে কোনও নাগরিক এবার চাইলে তাঁর নিজস্ব রাজ্য নম্বর ছেড়ে বরং ভারত সিরিজের নম্বর প্লেট রাখতে পারে। সেক্ষেত্রে ভারত সিরিজের গাড়িতে নম্বর প্লেটের অদ্যক্ষর হবে বিএইচ (BH)।  সূত্রের খবর আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। বলা হচ্ছে, গাড়ির এই নম্বর থাকলে গাড়ি নিয়ে স্থায়ী ভাবেই দেশের যে কোনও জায়গায় যাওয়া যাবে। তখন আর গাড়ির নম্বর প্লেট বদলানোর কোনও দরকার হবে না। এই নম্বর প্লেট পেতে আরটিও-তে নথিপত্র দিয়ে আবেদন করতে হবে এই নতুন নম্বর প্লেটের জন্য।

Loading