নিজস্ব প্রতিনিধি –  প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রবিবার রাত ১১টা ২৫ মিনিটে তার মৃত্যু হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বয়স হয়েছিল ৮৫ বছর। প্রবীণ সাহিত্যিক এই সাহিত্যিক করোনায় আক্রান্ত হওয়ার পর প্রায় এক মাসের যুদ্ধ জয় করে ফিরেছিলেন বাড়ি। শ্বাসনালি ও মুত্রথলিতে সংক্রমণ নিয়ে গত ৪ অগাস্ট তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চার চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে চলছিল চিকিৎসা। তবে চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না তিনি। স্থানান্তর করা হয়েছিল আইসিইউতে। রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। একের পর এক কালজয়ী উপন্যাসে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন বুদ্ধদেব গুহ। তার প্রয়ানে স্তব্ধ বাংলার সাহিত্যজগৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোক বার্তায় জানিয়েছেন, তার প্রয়ানে বাংলার সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি হল।

Loading