নিজস্ব প্রতিনিধি – শনিবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দির। তবে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল। শনিবার থেকে তা অনেকটা শিথিল হল। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। নিয়ে যেতে পারবেন ডালা। ভক্তদের জন্য দু’বেলাই খোলা থাকবে মন্দির। তবে প্রত্যেককে করোনাবিধি মানতে হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে একমাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে কালীঘাট মন্দির। তবে মন্দির খুললেও এর আগে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

 190 total views,  2 views today