রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে আরও ৮৩৫টি শিশুদের আইসিইউত । তৈরি করা হবে আরও ৯০টি সদ্যোজাতদের আইসিইউ-ও। রাজ্যে শিশুদের কোভিড চিকিৎসায় আরও দু’টি হাসপাতালকে নির্দিষ্ট করা হল। বাঁকুড়া মেডিক্যাল কলেজে হবে শিশুদের কোভিড-চিকিৎসা। চিকিৎসা হবে মালদা মেডিক্যাল কলেজেও। আগে রাজ্যের মাত্র তিনটি হাসপাতালেই হতো শিশুদের কোভিড চিকিৎসা।

Loading