নিজস্ব প্রতিনিধি – করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয়। বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিতে মঙ্গলবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে কর্ণজোড়া সর্বশিক্ষা মিশন অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ডেপুটেশনও দেওয়া হয়।

এদিন শিক্ষকদের একটি মিছিল কর্ণজোড়া প্রশাসনিক ভবন পরিক্রমা করে কর্মসূচিস্থলে পৌঁছায়। এবিপিটিএ উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু রায় চৌধুরী ডেপুটেশন পেশ করেন।

এবিটিএ-র জেলা সম্পাদক বিপুল মৈত্র, ১২ জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক নির্মল বসু, ধ্রুব পাল, অয়ন দত্ত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অস্মিতা মুখোপাধ্যায়। কর্মসূচি শেষে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় খোলার দাবিতে ডিপিএসসি চেয়ারম্যান ও ডিআই(প্রাথমিক) কে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়।

Loading