নিজস্ব প্রতিনিধি- মমতা বন্দোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাকে আক্রমণ করেছে। গোড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ… সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয় যে, পুরো ভারতে তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তার দ্বিগুণ নিরাপত্তা দরকার।

Loading