নিজস্ব প্রতিনিধি – কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে বাংলা অনেকটাই পিছিয়ে দেখা যাচ্ছে ভারতে এখনও পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ মানুষের প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছে ৪১ শতাংশের চেয়ে কিছু বেশি মানুষ। প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে সিকিম, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ। এই রাজ্যগুলিতে প্রায় ১০০ শতাংশ মানুষ ইতিমধ্যেই প্রথম ডোজ নিয়েছে। আর মধ্যপ্রদেশে ৭০,  গুজরাটে ৭১ ও কেরলে ৮০ শতাংশ মানুষ কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। ঝাড়খণ্ডে ৪২.২, উত্তরপ্রদেশে ৪২.২ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছে। তবে প্রথম ডোজের নিরিখে বাংলা মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ডের তুলনায় পিছিয়ে থাকলেও, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এরাজ্যের ফল অন্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো। রাজ্যে গত দেড় মাসে টিকাকরণের হার অনেকটাই বেড়েছে।

Loading