শান্তি রায়চৌধুরী: করোনা সংক্রমণ রাজ্যে যেভাবে বেড়ে চলেছে, তাতে উদ্বেগ বেড়েছে কলকাতা পুলিশের। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য সর্বস্তরে চিন্তা তো বাড়ছেই সেই সঙ্গে কলকাতা পুলিশের উদ্বেগ বাড়ছে। কারণ এই মুহূর্তে কলকাতা পুলিশেরও অনেকেই করোনায় আক্রান্ত। তাই এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ নতুন উদ্যোগ নিল।

কলকাতা পুলিশের নতুন এই উদ্যোগের মধ্যে রয়েছে নিজস্ব প্যাথলজি সেন্টার তৈরি করা। প্যাথলজি সেন্টার তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই প্যাথলজি সেন্টার থেকে কলকাতার পুলিশকর্মী এবং আধিকারিকরা ওষুধ কিনতে পারবেন।

পাশাপাশি পুলিশকর্মীদের ওষুধ কেনার সুবিধার্থে কলকাতা পুলিশের তরফে নতুন দুটি ওষুধের দোকান খোলা হয়েছে।

কলকাতা ও রাজ্য পুলিশের কো-অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস জানান, এই দুটি দোকান থেকে চব্বিশ শতাংশ ছাড়ে ওষুধ কেনা যাবে। এছাড়াও কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে পুলিশদের জন্য তৈরি হচ্ছে প্যাথলজি সেন্টার। এখানে অনেক কম মূল্যে পরীক্ষা করা যাবে।

Loading