নিজস্ব প্রতিনিধি – ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দিয়েছে ভারত। জাইকোভ-ডি নামের টিকাটি বড়দের পাশাপাশি অপ্রাপ্ত বয়স্কদেরও দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে ভারতে জাইকোভ ডি-ই হবে প্রথম টিকা, যা ওই বয়সিদের টিকাকরণে ব্যবহৃত হবে। ২০ আগস্ট কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ভারতীয় ওষুধ কোম্পানি ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড এবং ভারতের সরকারি গবেষণা সংস্থা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছে।

Loading