মনের মানুষ

কন্ঠে – শর্মিলা পাল

কলমে- মফিজুর রহমান (মফিজ)

গ্রাম- মোকাম তলা। পোষ্ট- বাঘনাপাড়া। থানা- অম্বিকা কালনা। জেলা- পূর্ব বর্ধমান।

 

 

হয় যদি সে মনের মানুষ

                             রয় মন- নিভৃতে।

হাজার বাধাতে রইবে সাথে

                    ঝর- ঝঞ্ঝা- বজ্রপাতে।

আসতে পারে বিঘ্ন বাধা

               সমাজ অথবা স্বজন হতে,

তাতে যদি রয় মনের বাধা

       চলবে কেমনে, সাথী মোর সাথে।

ভাসুক ধরণী হাজার তুফানে

       হাতে হাত রেখে ভাসবো দুজনে।

শত দুর্যোগে ছাড়বোনা হাত

         বাঁচবো মরবো দুজন এক সাথ।

দুটি মন রবে একই মতামতে

              রবেএক সাথে শত ঝঞ্ঝাটে।

থাকবে না কারো মনে কোন ভয়

          শত বাধা হেরে হবে প্রেম- জয়।

Loading