নিজস্ব প্রতিনিধি – ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৭৫৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। করোনায় শনাক্তের হার ২ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে ১২ দিনের মতো দেশটিতে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। ভারতে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৭৪৩ জন রোগী। করোনা মহামারি শুরুর সময় থেকে এ পর্যন্ত ২ কোটি ৮৬ লাখ মানুষ সুস্থ হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিরাপদ বলে ধরে নেওয়া যায়। করোনাভাইরাসে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপর বেশি সংক্রমিত রাজ্য হলো কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ। কয়েক সপ্তাহ ধরে কঠোর বিধিনিষেধের পরে ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন তুলে নেওয়া হয়েছে। ভারতে এ পর্যন্ত ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় গতকাল শুক্রবার সম্মুখসারির এক লাখের বেশি স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণের জন্য নতুন কর্মসূচি চালু করেছেন।

Loading