নিজস্ব প্রতিনিধি – আবার জাতীয় স্তরে স্বীকৃতি পেল বাংলার আরো একটি প্রকল্প ‘বাংলার বাড়ি’। রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’  প্রকল্পের প্রশংসায় করল কেন্দ্র সরকার।  দিল্লি থেকে এই মর্মে নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার নবান্নে তিনি বলেন, ‘এটি খুব গর্বের বিষয়। ১০০ দিনের কাজের পাশাপাশি এবার বাংলার বাড়ি প্রকল্পও দিল্লিতে প্রশংসিত হল।

উল্লেখ্য, শহরাঞ্চলে ‘বাংলার বাড়ি’ প্রকল্পটি সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয়েছিল। গ্রামাঞ্চলে এই প্রকল্পেরই অপর নাম ‘বাংলা আবাস যোজনা’। এর দায়িত্বে রয়েছে পঞ্চায়েত দপ্তরের।

ইতিমধ্যে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে দেড় লাখ বাড়ি তৈরি হয়েছে। এই প্রকল্পে রাজ্যের লক্ষ্যমাত্রা রয়েছে সাড়ে ৪ লাখ। প্রতিটি বাড়ি তৈরির জন্য খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে ৬৭ শতাংশ দেয় রাজ্য সরকার। আর বাকি টাকাটা

বহন করতে হয় সংশ্লিষ্ট বাড়ির মালিককে।

Loading