নিজস্ব প্রতিনিধি – নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি এবং বিধায়ক মদন মিত্রের নামে আবার বিধানসভায় সমন পাঠিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। যদিও বিধানসভার তরফে আপত্তি তোলা হয়েছে। মঙ্গলবার সিবিআইএর চিঠি পৌঁছয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। তিনি জানান, বিধানসভার নিয়মবিধিতে দেখেছি এই সমন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের  নয়, আমরা তা করছিনা।’ ইডি-র তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র বলেছেন, ‘আদালতের নির্দেশেই অভিযুক্তদের  সমন পাঠানো হয়েছে। যদি কোনও বিষয়ে আপত্তি ওঠে, তা আদালতকে জানানো হবে। তারপরে সিদ্ধান্ত নেবে আদালত। এ ক্ষেত্রে তদন্তকারী সংস্থার কোনও ভূমিকা নেই।’

Loading