নিজস্ব প্রতিনিধি – পুজোর মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এরইমধ্যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করবে। এরপর বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি। ষষ্ঠী- সপ্তমী নির্বিঘ্নে কাটলেও অষ্টমী নবমী দশমী এই তিন দিন বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করতে পারে। অষ্টমী থেকে দশমি কলকাতা সহ দুই মেদিনীপুর দুই ২৪ পরগনা হাওড়া হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।

Loading