জুলফিকার Ali, পাঁশকুড়া – বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁশকুড়া স্টেশন বাজারের ইজারাদারদের সহযোগিতায় আজ পাঁশকুড়া বাজারে ২০০ জন ব্যাবসায়ী, পথচলতি মানুষদের সুস্থতা কামনা করে করোনা ভাইরাসের আক্রমন থেকে রক্ষা পেতে মাক্স ও স্যানিটাইজার বিতরন উপস্থিত জি,আর,পি,এস আধিকারিক গন ও সেক আলমু (ইজারাদারদের পক্ষে) ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।