জুলফিকার Ali, নন্দীগ্রাম – সামুদ্রিক ঘূর্ণিঝড় “ইয়াস” ও তার প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত নন্দীগ্রামের ৫ম খণ্ড জালপাইয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ১০০ টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক অনুরূপা দাস, রাজ্য কমিটির সদস্য নন্দ পাত্র, নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস সহ এলাকার দলের কর্মী সমর্থকরা। দলের জেলা সম্পাদিকা বলেন,

এই এলাকার বিস্তীর্ণ জায়গায় ইয়াস এর প্রভাবে সমুদ্রের নোনাজলে চাষের জমি সহ ঘরবাড়ীর একতলা জলমগ্ন হয়ে গিয়েছিল। নোনাজলের ফলে কয়েকবছর এলাকায় কোন চাষ হবে না। এলাকার মানুষজন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। চাষের ক্ষতি সহ পুকুরের মাছ ভেসে গিয়েছে। খেটে খাওয়া মানুষের কাজ নেই। প্রবল অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকার গরীব মানুষকে। করোনার প্রকোপের মধ্যে এই ক্ষতি এলাকাকে বিধ্বস্ত করে দিয়েছে।

Loading