নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে লাকডাউনে ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা গণপরিবহনে ছাড় দিয়ে বলেছেন, রাজ্যের সর্বত্র বাস, মিনিবাস, ট্যাক্সি, স্কুটার বা অটো চলতে পারবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। সরকারি–বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু করতে পারবে। অফিসের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ঘোষণায় বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও করোনার গ্রাফ নিম্নমুখী। তাই রাজ্য থেকে লকডাউন একবারে তুলে না নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে লকডাউনের মেয়াদ কার্যত ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। তবে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে ট্রেন ও মেট্রোরেল। তবে চলবে স্টাফ স্পেশাল ট্রেন। হাটবাজার, মাছের বাজার, কাঁচাবাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যান্য দোকানপাট খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। নির্দেশে আরও বলা হয়েছে, চালু থাকবে হোম ডেলিভারি, অনলাইন পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা। খোলা থাকবে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর দোকান। তবে বন্ধ থাকবে সুইমিংপুল, সিনেমা হল ইত্যাদি। এর আগের ঘোষণামতে এই লকডাউনের মেয়াদ ছিল প্রথমে ৩১ মে পর্যন্ত। পরে সেই মেয়াদ বাড়িয়ে ১৫ জুন করা হয়েছিল। এরপর তা বাড়িয়ে ১ জুলাই পর্যন্ত করা হয়। আর আজ আরও বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

Loading