নিজস্ব প্রতিনিধি – মেধার ভিত্তিতে দেশে দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক র্যাংকিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ-এর ২০২১ সালের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক, ছাত্রছাত্রী ও অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছরই শিক্ষার সঙ্গে যুক্ত সারা বিশ্বের অন্তত হাজার বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট নিয়ে সমীক্ষা চালায় এআরডব্লিউ। সেই সমীক্ষাতে যা ফলাফল উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে জাতীয়স্তরে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেসের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরই আছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।