নিজস্ব প্রতিনিধি – ভারতের ঐতিহাসিক আলীগড় নামটি পরিবর্তন করতে চাইছে  উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাতের সরকার। সম্প্রতি ‘আলীগড়’-এর নাম বদলে ‘হরিগড়’ করার প্রস্তাব রাখা হয়েছে যোগী সরকারের কাছে। এই নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে আলিগড় পঞ্চায়েতের তরফে। এর আগে এলাহাবাদের নাম বদল করে রাখা হয়েছে প্রয়াগরাজ এবং মুঘলসরাইয়ের নাম বদল করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। আলীগড় জেলা পঞ্চায়েতের প্রধান বিজয় সিং একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘গত ১৬ আগস্ট জেলা পঞ্চায়েত বোর্ডের একটি বৈঠক হয়। এই বৈঠকে কিছু প্রস্তাব পাশ হয়েছিল। এরমধ্যে প্রথম প্রস্তাব ছিল আলীগড়ের নাম পরিবর্তন করা। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। আমরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠিয়েছি। আশাকরি এই প্রস্তাবে সম্মতি দেবেন তিনি।’

Loading