নিজস্ব প্রতিনিধি – লক্ষ্মীপুজোর আগেই  আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তরের রিপোর্ট, নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়বৃষ্টি সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। রাজ্যের একাধিক জায়গা থেকে মৌসুমী বায়ু বিদায় নিলেও দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপট বাড়ছে বাংলা ও বাংলাদেশ উপকূলে। এই বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর প্রভাবেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও রয়েছে নিম্নচাপের ভ্রুকুটি।

Loading