শান্তি রায়চৌধুরী: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তানের উত্তেজনা এখন তুঙ্গে। এই ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেটারদের ওপর চাপ তৈরি করা শুরু করে দিয়েছে সেদেশের সমর্থকরা। কয়েকদিন আগে দলের ছবি দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ছবি পোস্ট করার পর  পাকিস্তান অধিনায়ক বাবর আজম ওপর হুমকি দিয়ে সর্মথকরা বলছেন, ভারতের বিরুদ্ধে জিততে না পারলে দেশে ঢুকতে দেয়া হবে না।

বিশ্বকাপের ইতিহাসে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। অনেকেই আশা করছেন এবার তাদের আশা পূরণ হবে। বিরাট কোহলির দলকে হারাতে পারবে বাবর আজমের দল। ম্যাচ শুরুর আগেই চাপ বাড়ছে বাবর আজমদের ওপর। এর আগেও পাকিস্তান ক্রিকেটারদের হুমকির মুখে পড়তে হয়েছে। ১৯৯৬ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অধিনায়ক ওয়াশিম আকরামকে এই ধরনের হুমকির মুখে পড়তে হয়েছিল । তাতে ম্যাচ জেতা যায়নি, বরং পাকিস্তানি ক্রিকেটাররা এমন চাপে পড়েছেন যে ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি। উল্লেখ্য, বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ১১ বার ভারত জিতেছে। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচ টাই হয়েছিল। কিন্তু বোল আউটে সেই ম্যাচটাও জিতে নেয় ধোনির ভারত। তাই ১২ ম্যাচে একটাও জয় নেই পাকিস্তানের খাতায়।

Loading