নিজস্ব প্রতিনিধি – বৃহস্পতিবার নতুন দল গঠন করার পর জিটিএ-র ৪৫ আসনে কর্মসূচির কথা ঘোষণা করল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। রিম্বিক থেকে শুরু হচ্ছে অনীত থাপার দলের রাজনৈতিক কর্মকাণ্ড। অনীত থাপার বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়েছে গুরুংপন্থী মোর্চা। মোর্চা বলছে, এই দলের কোন অস্তিত্ব থাকবে না। এসব গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বৃহস্পতিবার নতুন দল গঠন করার পর, রবিবার অনীত থাপা কার্শিয়ংয়ে তার দলের শক্তি দেখান। ইতিমধ্যে পাহাড়ে পঞ্চায়েত ভোটের দাবি জানান ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি। এবার মানুষকে কাছে পেতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে অনীত থাপার দল। তাদের লক্ষ্য জিটিএ দখল। অনীত থাপার নতুন দলের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ৬১ জন সদস্য। দল গঠনের পর, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তৎপরতা আমল দিচ্ছে না পাহাড়ের অন্য দলগুলি। পাহাড়ে শেষ পঞ্চায়েত নির্বাচন হয় ২০০০ সালে। ২০১১ সালে গঠিত হয় জিটিএ। এই মুহূর্তে পাহাড়ে জোড়া নির্বাচনকে সামনে রেখে তৈরি হচ্ছে অনীত থাপার নতুন দল।
118 total views, 2 views today