শান্তি রায়চৌধুরী: কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে গেল কামারপুকুর মঠ ও মিশন। মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কামারপুকুর মঠ ও মিশন কর্তৃপক্ষ। ১০ জানুয়ারি অর্থাৎ গতকাল থেকে  কার্যকর হয়েছে এই নয়া নির্দেশিকা।

কবে থেকে আবার ভক্তদের মঠে প্রবেশের অনুমতি মিলবে সেই বিষয়ে কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর ২৪ জুলাই থেকে মঠ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ১৯ আগস্ট থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মঠের দরজা। এদিন থেকে ফের বন্ধ হয়ে গেল মঠ।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে বেলুড় মঠ। আপাতত আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ থাকবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Loading